বার্সেলোনার ভবিষ্যৎ বলে ধরা হচ্ছে লামিনে ইয়ামালকে। মাত্র ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকেই যেভাবে তিনি ক্লাবটির আস্থার প্রতীক হয়ে উঠেছেন, তা রীতিমতো বিস্ময়কর। আর তাই ২০২৪–২৫ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা এই স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তিতে পৌঁছে গেছে বার্সেলোনা।
নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ইয়ামাল। চুক্তিতে যোগ হয়েছে নজরকাড়া শর্ত—১ বিলিয়ন ডলারের রিলিজ ক্লজ! অর্থাৎ, বিশ্বের কোনো ক্লাব যদি তাঁকে কিনতে চায়, বার্সাকে দিতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৮৮৯ কোটি টাকা!
তবে শুধু ক্লজ নয়, ইয়ামালের বেতন কাঠামোও চমকে দেওয়ার মতো। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো ও ক্রীড়াভিত্তিক গণমাধ্যম গোল ডট কম জানিয়েছে, এই চুক্তির আওতায় ইয়ামাল বছরে বেইজ স্যালারি হিসেবে পাবেন ১৫ মিলিয়ন ইউরো। পারফরম্যান্সভিত্তিক বোনাসসহ যা বেড়ে হতে পারে ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত। তার সাপ্তাহিক আয় দাঁড়াবে ৩ লাখ ২৫ হাজার ইউরো।
বার্সার তরফ থেকে জানানো হয়েছে, এই চুক্তি শুধুই বেতন নয়, বরং ভবিষ্যতের ওপর আস্থা প্রকাশ। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “ইয়ামাল বার্সেলোনার ভবিষ্যৎ কাণ্ডারি, তার জন্য এমন চুক্তিই প্রাপ্য।”
এদিকে জানা গেছে, চুক্তিতে রয়েছে আরও একটি আকর্ষণীয় শর্ত—যদি ইয়ামাল এই সময়ের মধ্যে ব্যালন ডি’অর জেতেন, তাহলে পাবেন বাড়তি বোনাস।
সব মিলিয়ে বলা যায়, লামিনে ইয়ামাল এখন শুধু বার্সার নয়, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকাদের একজন। তাকে ঘিরেই বার্সেলোনার নতুন যুগের শুরু হয়ে গেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















