লা লিগার ইতিহাসে এবারই প্রথম স্পেনের বাইরে ম্যাচ আয়োজনের অনুমোদন পেল বার্সেলোনা। চলতি মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বার্সা, যা সোমবার অনুমোদন দিয়েছে উয়েফা।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আগেই উয়েফার কাছে অনুমতির আবেদন করেছিল। অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। উয়েফা জানায়, এ ধরনের ম্যাচ আয়োজন নিয়ে ফিফার কাঠামো এখনো পর্যাপ্ত স্পষ্ট নয়, তাই তারা বিশেষ বিবেচনায় অনুমতি দিয়েছে। তবে নীতিগতভাবে নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিরোধিতা করেছে সংস্থাটি।
শুধু লা লিগা নয়, একই সিদ্ধান্ত পেয়েছে ইতালির সিরি আর ক্লাব এসি মিলানও। কোমোর বিপক্ষে তাদের ম্যাচটি আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে। সান সিরোয় ওই সময় শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় ম্যাচটি বিদেশে আয়োজনের অনুমতি দিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
উয়েফার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউরোপজুড়ে সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ঘরোয়া লিগের ম্যাচ বিদেশে আয়োজন ঐতিহ্যের পরিপন্থী। এখনো এই ম্যাচগুলো অনুষ্ঠিত হতে ফিফার চূড়ান্ত অনুমোদন বাকি।
উল্লেখ্য, আরএফইএফ গত আগস্টে বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুমোদন দেয়। তবে পরদিনই পরিকল্পনার বিরোধিতা করে বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















