লা লিগায় পয়েন্ট টেবিলের নেতৃত্ব আসার দারুণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা রায়ো ভায়েকানোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে।
পয়েন্ট হারানোর ফলে বার্সেলোনার নিচে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৩৮, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৭।
রিয়াল মাদ্রিদের সামনে এখন আতঙ্ক আতলেতিকো মাদ্রিদ। ১৬ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। পরবর্তী ম্যাচে জয় পেলে রিয়াল মাদ্রিদকে তারা তৃতীয় স্থানে ঠেলে দিয়ে নিজেরা দ্বিতীয় স্থানে উঠে আসবে।
ইনজুরির কারণে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে ছিলেন না ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাছাড়া ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্রামে রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। আর এ সুযোগটা ভালোভাবে নিয়েছে স্বাগতিক দল। রিয়ালের ভুলের সুযোগ দুই গোলে এগিয়ে যায় তারা।
রিয়ালকে প্রথম ধাক্কাটা দেন উনাই লোপেজ। মাত্র চতুর্থ মিনিটে তিনি গোল করে রায়ো ভায়েকানোকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আব্দুল মুমিন। তবে এই উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিক দলের। বিরতির আগেই রিয়াল মাদ্রিদ সমতা ফিরিয়ে আনে। শুধু তাই নয়, ৫৬ মিনিটে রদ্রিগোর গোলে তারা এগিয়ে যায়।
প্রথমার্ধের ৩৬ মিনিটে ফেডেরিকো ভালভার্দে ও ৪৫ মিনিটে জুডে বেলিংহাম গোল করে রিয়ালকে ম্যাচে ফিরিয়েছিলেন। রদ্রিগোর গোল তাদের এগিয়ে দিলেও জয় পায়নি তারা। স্বাগতিক দলের পালাজন ৬৪ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে হতাশায় ডুবিয়ে দেন।