নারী চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে। গত শনিবার রাতে তারা বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে। ৭৪ মিনিটে একমাত্র গোলটি করেন স্টিনা ব্লাকস্টেনিয়াস।
স্তাদিও হোসে আলভালাদেতে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। এর মাঝ দিয়ে তারা ১৮ বছর পর আবার শিরোপার দেখা পায়। আর্সেনাল একমাত্র ইংলিশ ক্লাব যারা নারী ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছে।
ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্সেনালের খেলোয়াড়রা আনন্দে মেতে ওঠে।
ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল বার্সেলোনা। গত চারবার তারা ফাইনালে খেলেছে। এর মাঝে তিনবার তারা শিরোপা জয় করেছে। সে হিসেবে বার্সেলোনা ছিল ফেভারিট। গত বছর তারা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দল লিওকে হারিয়ে শিরোপা জয় করেছিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















