বার্সেলোনার সঙ্গে দীর্ঘমেয়াদে পথচলা নিশ্চিত করছেন জুল কুন্দে। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও তা আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ফলে ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন এই ফরাসি ডিফেন্ডার।
দক্ষিণ কোরিয়ার সিউলে প্রাক-মৌসুম সফরে থাকা বার্সা দলে আছেন কুন্দেও। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, “হ্যাঁ, সবকিছু মোটামুটি চূড়ান্ত। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আমরা বার্সেলোনায় ফিরলেই আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমি খুব খুশি, এখানে দারুণ স্বস্তিতে আছি।”
কুন্দের মতে, তাঁর ও ক্লাবের ভবিষ্যৎ ভাবনা একই। “চুক্তি নবায়নের প্রক্রিয়া খুব দ্রুতই হয়েছে। কারণ আমি ক্লাবের উচ্চাশা ও লক্ষ্যের সঙ্গে পুরোপুরি একমত। প্রতি মৌসুমেই সব ধরনের শিরোপার জন্য লড়াই করতে চাই আমরা। আর বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছেই নেই আমার।”
২০২২ সালে সেভিয়া ছেড়ে বার্সায় নাম লেখান কুন্দে। এর পর থেকেই কোচ শাভি এর্নান্দেসের আস্থার প্রতীক হয়ে ওঠেন। পছন্দের পজিশন না হলেও রাইট ব্যাকে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
এখন পর্যন্ত বার্সার হয়ে ১৪১ ম্যাচে মাঠে নেমে কুন্দে করেছেন ৭ গোল ও ১৮টি অ্যাসিস্ট। ক্লাবটির হয়ে ইতোমধ্যে জিতেছেন দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে। তাঁর পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তিনবার জায়গা পেয়েছেন লা লিগার মৌসুম সেরা একাদশে।
বুরদু একাডেমি থেকে উঠে আসা কুন্দে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সেখান থেকেই। এরপর ২০১৯ সালে সেভিয়ায় যোগ দিয়ে তিন মৌসুম খেলেন। বার্সেলোনায় যোগ দিয়ে নিজের খেলোয়াড়ি জীবনের সবচেয়ে স্থিতিশীল ও সফল সময় পার করছেন তিনি। বার্সার সমর্থকদের কাছ থেকে ভালোবাসাও পেয়েছেন কুন্দে। দল এবং সমর্থকদের কাছে অনেক ভরসার একটা জায়গা এখন এই ফরাসি তারকা।
