লা লিগায় বার্সেলোনাকে টপকে যাওয়ার সুযোগ আবার রিয়াল মাদ্রিদের সামনে। শনিবার রাতের অ্যাওয়ে ম্যাচে জিরোনাকে তারা ৩-০ গোলে হারিয়েছে। গোল পেয়েছেন জুডে বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলার। রিয়ালের এমন জয়ের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বার্সেলোনার ব্যর্থতা। আবার পয়েন্ট হারিয়েছে দলটি। অ্যাওয়েতে কোনোমতে রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।
একই দিনে রিয়ালের জয় ও বার্সেলোনার ড্রয়ের ফলে দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য কমে এসেছে। ১৭ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থান। তবে রিয়াল একটা ম্যাচ কম খেলেছে। নিজেদের ১৭তম ম্যাচে জয় পেলেই বার্সেলোনাকে টপকে যাবে রিয়াল মাদ্রিদ।
নিজেদের মাঠে জিরোনা বেশ কঠিন পরীক্ষায় ফেলেছিল রিয়াল মাদ্রিদকে। তিন গোলে জয় পেলেও প্রথম গোলের জন্য ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শিরোপা প্রত্যাশী দলটিকে। ৩৬ মিনিটে বেলিংহাম গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে স্কোর শিটে নাম লেখান গুলার। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই জিরোনাকে ৬২ মিনিটে তৃতীয় গোল হজম করতে হয়।
দুর্ভাগ্য বার্সেলোনার। জিরোনার বিপক্ষে দুই দুইবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না দলটি। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে দ্বিতীয় গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।
রবার্ট লেফানদোভস্কির করা ৩৯ মিনিটের গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা আনে বেতিস। ৮২ মিনিটে ফেরান টরেসের করা গোলের সুবাদে বার্সেলোনা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ৯৪ মিনিটে তাদের স্বপ্নকে হতাশায় রূপ দেন পেন আসনে দিয়াও।