লা লিগায় মায়োর্কার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে পিছিয়ে পড়ার পর নিজেদের মাঠের খেলায় ২-১ গোলে জয় পেয়েছে দলটি। রিয়াল মাদ্রিদের এ জয় বার্সেলোনার শিরোপা জয়ের উৎসবকে পিছিয়ে দিয়েছে।
মায়োর্কার কাছে এ ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালে বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত হয় যেদো। সে কারণে এ ম্যাচ ঘিরে বার্সেলোনার সমর্থকদের সতর্ক নজর ছিল। রিয়াল মাদ্রিদ হারলে বা ড্র করলেই শুরু হবে বার্সেলোনার উৎসব। তার সব আয়োজনই শেষ। আর মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা। তারপর শুরু হবে উৎসব। ঠিক তখনই বার্সেলোনার হতাশায় ডোবালেন জ্যাকোবো রামোন। ৯৫ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন তিনি।
মূলত মায়োর্কার রক্ষণভাগের ভূলে রামোন গোলটি করেন। মায়োর্কার রক্ষণভাগের খেলোয়াড়রা একটি ক্রস ফেরাতে ব্যর্থ হলেও রামোন গোলের সুযোগটি পেয়েছে। প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া এ সেন্টার ব্যাক গোল করে ম্যাচটি স্মরণীয় করে রাখেন।
এর আগে ম্যাচের ১১ মিনিটে মার্টিন ভ্যালেন্ট গোল করে মায়োর্কাকে এগিয়ে নিয়েছিলেন। তখনই বার্সেলোনা সমর্থকরা উজ্জ্বীবিত হয়ে ওঠেন। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ এই গোল ফিরিয়ে দিতে পারেনি। ৬৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফেরায়। রিয়ালের হয়ে এমবাপ্পের এটি ৪০তম গোল।
বার্সেলোনা আজ নগর প্রতদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে। এ ম্যাচে জয় পেলেই তারা ২৮তম লিগে শিরোপা জয় উৎসব করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















