আগের রাতে এস্পানিওলের কাছে রিয়াল মাদ্রিদের হেরেছে। শত্রু দলের এই হারের ফলে বার্সেলোনার সামনে পয়েন্ট টেবিলে ব্যবধান কমানোর একটা সুযোগ এসেছিল। গতরাতে আলাভেসের বিপক্ষে ম্যাচে সেই সুযোগটা হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু রবার্ট লেফানদোভস্কির গোলে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
এ জয়ের ফলে লা লিগায় ২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের সঙ্গে দূরত্ব কমানোর এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে বার্সেলোনা। কিন্তু গোলের পথটা ঠিক তৈরি করতে পারছিল না তারা। ম্যাচের শুরুতেই লামিনে ইয়ামাল ও রাফিনহার তৈরি রসায়নে গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিক দলটি। কিন্তু রাফিনহা তা কাজে লাগাতে পারেননি। বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।
ম্যাচে বার্সেলোনার স্পষ্ট আধিপত্য ছিল। একের পর এক তারা আক্রমণ রচনা করেছে। অন্যদিকে আলাভেসের আক্রমণের দিকে কোনো নজর ছিল না। তাদের বার্সেলোনার আক্রমণ নষ্ট করেই সন্তুষ্ট ছিল। এ কাজের জন্য তারা নিজেদের প্রায় সব শক্তিই রক্ষণভাগে নিয়োজিত করেছিল। তারই মাঝে ৬১ মিনিটে লেফানদোভস্কির গোলে বার্সেলোনা তাদের কাঙ্খিত পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করে।
বার্সেলোনা পরের ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে। আর আলাভেসের প্রতিপক্ষ গেতাফে।