নারী চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়রথ থামালো চেলসি
নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উড়ছিল বার্সেলোনা। একের পর এক জয়। প্রতিপক্ষকে হারানো অনেকটা অভ্যাসে পরিণত করেছিল দলটি। তবে বৃহষ্পতিবার রাতে তাদের সেই জয় রথ থামিয়ে দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। বার্সেলোনাকে হারাতে পারেননি তারা, তবে ড্র করতে বাধ্য করেছে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
দুটো গোলই হয় প্রথমার্ধে। নিজেদের মাঠের খেলায় চেলসির হয়ে ইলি কার্পেন্টার ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। মাত্র আট মিনিট স্থায়ী ছিল তাদের আধিপত্য। চব্বিশ মিনিটে বার্সেলোনাকে খেলায় ফিরিয়ে আনেন ইওয়া পাজোর।
ড্র সত্ত্বেও বার্সেলোনা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে। ৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। তবে এই সুযোগে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে শুরু করেছে অলিম্পিক লিও। তাদেরও পয়েন্ট ১০। গোল পার্থক্যে পিছিয়ে তারা। ওলফসবুর্গ, ম্যানচেস্টার ইউনাইটেড আর বায়ার্ন মিউনিখও বার্সেলোনাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। তিন দলই ৯ পয়েন্ট নিয়ে স্প্যানিশ ক্লাবটিকে চোখ রাঙানি দিয়ে চলেছে। চেলসির পয়েন্ট ৮।
এদিকে পুরুষদের খেলায় আধিপত্য বিস্তার করলেও নারীদের খেলায় ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ের অবস্থা নাজুক। দলটির অবস্থা একেবারে তলানিতে। চার ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। ১৮ টি দলের মধ্যে একমাত্র তারাই এ পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি।
