বার্সেলোনার হারের রাতে গোল উৎসব করেছে আতলোতিকো মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে উড়িয়ে বড় জয় পেয়েছে তারা। ৫-০ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১৫ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তবে তারা দুই ম্যাচ কম খেলেছে।
শনিবার রাতে হোসে জোরিলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জয়টা ছিল সব ধরণের প্রতিযোগিতা মিলে আতলোতিকো মাদ্রিদের টানা সপ্তম জয়। ক্লেমেন্ত লেংলেট, হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, আঁতোয়া গ্রিজম্যানে ও আলেক্সান্ডার সোরলোথ গোলগুলো করেন।
আতলেতিকোর গোল উৎবের দিনের বড় ধাক্কা হজম করতে হয়েছে বার্সেলোনাকে। নিজেদের মাঠে তারা লাস পালমাসের কাছে ১-২ গোলে হেরে গেছে।
দুর্ভাগ্য বলা যায় বার্সেলোনার। ম্যাচে তাদের একচ্ছত্র আধিপত্য থাকলেও হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে। ফলে ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ উৎসব কিছুটা হলেও ম্লান হয়েছে।
৭০ ভাগ সময় বলের দখল রেখেছিল বার্সেলোনা। লাস পালমাসের পোস্ট লক্ষ্য করে অন্তত ৩০টি শট নিয়েছে। অন্য দিকে লাস পালমাস হাতে গোনা কয়েকটি শট নেওয়ার সুযোগ পেয়েছে। আর তাতেই তারা কাঙ্খিত জয় কেড়ে নিয়েছে। শেষ সময়ে রবার্ট লেফানদোভস্কি দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। দুইবার বল বাইরে পাঠিয়ে সুযোগ নষ্ট করেন। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।