মঞ্চ আগেই প্রস্তুত ছিল। দরকার ছিল ম্যাচ জয়ের। বৃহষ্পতিবার রাতে লা লিগায় বার্সেলোনা সেই কাজটি করতে ভুল করেনি। অ্যাওয়েতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারিয়ে ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে। দুই ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনা এবারের লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে।
কাঙ্খিত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। উভয় গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ গোল দুটো করেছেন। এ জয়ের ফলে ৩৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৫। সমান ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। দুই দলের পয়েন্টের পার্থক্য ৭। আর মাত্র দুই ম্যাচ বাকি থাকায় রিয়ালের পক্ষে আর এবারের মৌসুমে বার্সেলোনাকে টপকানো সম্ভব না হওয়ায় দুই ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত হয়েছে।
গত রোববার এল ক্যাসিকোতে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার পর বার্সেলোনার শিরোপা জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এ সময়ে রিয়াল মাদ্রিদকে শিরোপা জয় করতে হলে বাকি সব ম্যাচ জিততে হতোা। একই সঙ্গে বার্সেলোনাকে সব ম্যাচ হারতে হতো। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে বার্সেলোনার পক্ষে টানা তিন ম্যাচ হারা অসম্ভব এক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যাহোক রিয়াল মাদ্রিদকে অতটা অপেক্ষায় রাখেনি বার্সেলৈানা, প্রথম ম্যাচেই নিজেরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়।
২৮তম লিগ শিরোপা জয়োৎসব আজ করবে বার্সেলোনা। লিগ জয়ের এ উৎসব শহরব্যাপী বিশেষ আয়োজনের মাধ্যমে পালন করবে বার্সেলোনা।
গতরাতে ম্যাচটা শুরু হতে বেশ দেরি হয়। স্টেডিয়ামের বাইরে গাড়ি দুর্ঘটনার কারণে বেশ কিছু সমর্থক আহত হওয়ার কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। রেলিগেশন আতঙ্কে থাকলেও এ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল এস্পানিওল। প্রথমার্ধে বার্সেলোনাকে কোনো গোল করতে দেয়নি। ৫৩ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। দ্বিতীয় গোল আসে ৯৫ মিনিটে।
