টানটান উত্তেজনার ম্যাচে বার্সেলোনার মুখের খাবার কেড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিলো ইন্টার মিলান। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে ইন্টার মিলান ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। প্রথম লেগের খেলা ৩-৩ গোলে ড্র হওয়াতে ৭-৬ গোল গড়ের জয় নিয়ে ইন্টার মিলান ফাইনালে পৌঁছেছে।
ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ, হাকান কানহানোগলু, ফ্রান্সেসকো আসেরবি ও ডেভিড ফ্রাত্তেসি গোল করেন। বার্সেলোনার হয়ে স্কোরশিটে নাম লেখান এরিক গার্সিয়া, দানি ওলমো ও রাফিনহা।
সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনার ঢেউ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা সেমিফাইনাল মানতেও অনেকেই আপত্তি করবেন না। সাত গোলের ম্যাচ শেষ হয়েছে অতিরিক্ত সময়ে।
শক্তির ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু নিজেদের সমর্থকদের উল্লাস ইন্টার মিলানকে দারুণভাবে উজ্জ্বীবিত করেছিল। তাই তো দারুণ দুই গোলে বার্সার সমর্থকদের স্তদ্ধ করে দিয়েছিলো ইন্টার মিলান। বিরতির আগেই স্বাগতিক দল ২-০ গোলে এগিয়ে যায়। লাউতারো মার্টিনেজ ২১ মিনিটে গোল করার পর ৪৫ মিনিটে পেনাল্টি থেকে হাকান কালহানোগলু গোল করে দলকে এগিয়ে নেন।
বিরতির পর অবশ্য চিত্রপট পাল্টে যায়। এরিক গার্সিয়া ৫৪ মিনিটে ও দানি ওলমো ৬০ মিনিটে গোল করে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন। আর ৮৭ মিনিটে রাফিনহার গোল তো বার্সেলোনাকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিল। কিন্তু এই গোলে ম্যাচ শেষ হলে উত্তেজনা পূর্ণতা পায় না। তাইতো ৯৩ মিনিটে ফ্রান্সেসকো আসেরবি দৃশ্যপটে আবির্ভূত হলেন। করলেন গোল, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। আর তখনই সব উত্তেজনার ইতি টানলেন ডেভিড ফ্রাত্তেসি। ৯৯ মিনিটে গোল করে বার্সাকে হতাশায় ডুবিয়ে ইন্টার মিলানকে পৌঁছে দিলেন ফাইনালে।
এই হারের ফলে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে জয় করেছিল তারা। সুযোগ তৈরি হয়েছিল ট্রেবল জয়ের। এখন আর সে সুযোগ নেই। সামনে তাদের কঠিন ম্যাচ। লা লিগায় তাদের পরবর্তী ম্যাচ রিয়ার মাদ্রিদের বিপক্ষে। এ ম্যাচের ওপর লা লিগায় বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটা নির্ভর করছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















