কোপা দেল রেতে ফুটবল সমর্থকরা অসাধারণ এক ম্যাচ উপভোগ করেছে। মঙ্গলবার রাতে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ উপভোগ্য এক ম্যাচ উপহার দিয়েছে সমর্থকদের। শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।
নিজেদের মাঠের এ ম্যাচে বার্সেলোনা শেষ হাসি হাসবে এমনই ছিল ভক্তদের প্রত্যাশা। কিন্তু গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে হারানো আতলেতিকো মাদ্রিদ যে সহজে ছেড়ে দেবে তাও নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত হাই হয়েছে।
অ্যাওয়ে ম্যাচে আতলেতিকো মাদ্রিদ এ যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা বার্সেলোনা কল্পনাতেও আনতে পারেনি। ম্যাচের বয়স ৬ মিনিটে হতে না হতেই দুইবার আতলেতিকো মাদ্রিদ গোল উৎসব করে। প্রথম মিনিটেই হুলিয়ান আলভারেজ এবং ষষ্ঠ মিনিটে আঁতোয়া গ্রিজম্যানে গোল করে আতলেতিকোকে ২-০ গোলে এগিয়ে নেয়।
কম যায়নি বার্সেলোনা। দ্রুত ক্ষত সারিয়ে তারা প্রতি আক্রমণে যায়। তার সুফলও তারা পায়। মাত্র দুই মিনিটের ব্যবধানে তারাও জোড়া গোল করে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেয়। পেদ্রি ১৯ মিনিটে এবং কুবারসি ২১ মিনিটে গোল করেন। শুধু তাই নয়, বিরতির আগে ইনিগো মার্টিনেজের গোলের সুবাদে বার্সেলোনা ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর বার্সেলোনার স্কোরশিটে নাম লেখান রবার্ট লেফানদোভস্কি। ৭৪ মিনিটে তার করা এ গোলের সুবাদে বার্সেলোনা ৪-২ ব্যবধানে এগিয়ে থাকে।
বার্সেলোনা তখন জয়ের সুবাস পাচ্ছে। কিন্তু আতলেতিকো মাদ্রিদ তখনো হাল ছাড়েনি। শেষ কয়েক মিনিটে তাদের জোড়া গোলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। মার্কোসে লোরেন্তে ৮৪ মিনিটে এবং আলেক্সান্ডার সোরলোথ ৯৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান।