ইউরোপিয়ান ক্লাব ফুটবল মাঠে গড়াতে এখনো বেশ খানিকটা সময় বাকি রয়েছে। এ সময়ে দলগুলো নতুন মৌসুমের জন্য ঝালিয়ে নিতে প্রাক প্রস্তুতি ম্যাচ খেলছে। গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নেমেছিল ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে। আর্সেনাল খেলেছে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। বার্সেলোনা খেলেছে ভিসেল কোবের বিপক্ষে। আর বেনফিকার প্রতিপক্ষ ছিল ফেনেরবাখ।
গতরাতে বড় দলগুলো নিজ নিজ খেলায় জয় পেয়েছে। বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে ভিসেল কোবেকে। জয়ী দলের হয়ে গোল করেছেন এরিক গার্সিয়া, রনি বার্দঘি ও পেড্রো ফার্নান্দেজ।
এ ম্যাচে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন বার্সেলোনার নুতন রিক্রুট মার্কাস রাশফোর্ড। গোল পাননি, তবে শেষ গোলের রূপকার ছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে সব খেলোয়াড়কে সুযোগ দিতে আর তাদের ঝালিয়ে নিতে এ ম্যাচে দলে ১১টি পরিবর্তন এনেছিলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।
দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ৩-২ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়েছে। এছাড়া বেনফিকা ফেনারবাখের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে।
