বার্সেলোনা-ইন্টার মিলানের ছয় গোলের থ্রিলার ম্যাচ ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে পরিস্কার ফেভারিট ছিল বার্সেলোনা। খেলায় আক্রমণ, বলের নিয়ন্ত্রণ, পাসিং সব বিভাগেই সেই ফেভারিট তকমা ধরে রেখেছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু ফুটবল গোলের খেলা। আর সেই গোলে শ্রেষ্ঠত্ব দেখাতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। ফলে নিজেদের মাঠের খেলায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

বার্সেলোনার মাঠে এ ড্র ইন্টার মিলানের জন্য বিশাল এক প্রাপ্তি। এমনিতে দলটির অবস্থা মোটেও স্বস্তিদায়ক ছিল না। একের পর এক ম্যাচে হারের তিক্ত স্মৃতি সঙ্গী করে তারা বার্সেলোনার মুখোমুখি হয়েছিল। তবে তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে অসাধারণ এক সূচনা ছিল ইন্টার মিলানের। ম্যাচ শুরু হতে না হতেই গোলের দেখা পেয়েছিল ইতালিয়ান ক্লাবটি। শুধু তাই নয় এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। তারপর বার্সেলোনা ম্যাচে ফিরে আসে। জোড়া গোল করে। প্রথমে লামিনে ইয়ামাল ও পরে ফেরান টরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এর আগে প্রথম মিনিটে মার্কাস থুরাম ও ডেনজেল ডামফ্রাইসের গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। ডামফ্রাইস পরে আরো এক গোল করে দলের জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু বার্সেলোনা আত্মঘাতি গোলের সুবাদে সমতায় ফেরে।

গোল ছাড়া ইন্টার মিলান প্রতি ক্ষেত্রেই বার্সেলোনার কাছে নাস্তানাবুদ হয়েছে। পরিসংখ্যানের দিকে তাকালে তা স্পষ্ট হবে। বার্সেলোনা ৭২ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে। বাকি ২৮ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে ইন্টার মিলান। পোস্টে বার্সেলোনা ৯টি শট নিয়েছে। ইন্টার মিলানের শটের সংখ্যা মাত্র ৩।

প্রচণ্ডরকম ব্যস্ত সময় পার করতে হয়েছে ইন্টার মিলানের গোলরক্ষককে। সাতটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেছেন। আবার বার্সেলোনার পাওয়া আত্মঘাতি গোল হয়েছে সেই গোলরক্ষক ইয়ান সোমারের কারণে। রাফিনহার দূর পাল্লার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসার পথে তার পিঠে লেগে বল জালে জড়িয়ে যায়।

আগামী মঙ্গলবার সান সিরোতে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা জয় পাবে তারা মিউনিখে ফাইনাল খেলবে। সে ম্যাচে প্রতিপক্ষ হবে আর্সেনাল বা প্যারিস সেন্ত জার্মেই।

Exit mobile version