বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লিগে রোনালদোর দল ”আল নাসরে” যোগ দিলেন ইনিগো মার্তিনেস। গত মৌসুমে স্প্যানিশ এই ডিফেন্ডার ছিলেন কাতালান ক্লাবটির রক্ষণভাগের অন্যতম ভরসা, কিন্তু এবার নতুন ঠিকানায় পাড়ি জমালেন তিনি।
গত মৌসুমেই মার্তিনেসকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল আল নাসর, তবে সফল হয়নি। এবার ফ্রি এজেন্ট হিসেবে ৩৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে টেনে নিল ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেও, আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
বার্সেলোনায় দুই মৌসুমে মার্তিনেস খেলেছেন ৭১ ম্যাচ, এর মধ্যে ৬১টিতেই ছিলেন শুরুর একাদশে। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি করেছেন তিন গোল ও পাঁচটি অ্যাসিস্ট। গত মৌসুমে পাউ কুবার্সির সঙ্গে তার সেন্ট্রাল ডিফেন্সের জুটি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছিলেন ৪৬টি ম্যাচ।
রিয়াল সোসিয়েদাদের একাডেমি পেরিয়ে মূল দলে ৯ বছর কাটানোর পর ২০১৮ সালে যোগ দেন আথলেতিক বিলবাওয়ে। সেখানে পাঁচ মৌসুম খেলে ২০২৩ সালে পাড়ি জমান বার্সেলোনায়। বার্সায় নিজেকে সুন্দরভাবে মেলে ধরেছিলেন নিজেকে। অল্প সময়েই হয়ে উঠেন বার্সার ডিফেন্সের অন্যতম ভরসার নাম। ক্লাব থেকে তার বিদায়ের খবর ছড়িয়ে পরার পরে বার্সেলোনা সমর্থকরা ব্যাথিত হয়েছেন তার বিদায়ের খবরে।
আল নাসরে যোগ দেওয়ার আগে ক্লাবটি চেলসি থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে ভিড়িয়েছে। লিগে গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি এবার শিরোপা জয়ের লক্ষ্যে অভিজ্ঞ কোচ হোর্সে জেসুসকে নিয়োগ দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















