মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ের উদ্বোধনী ম্যাচে মিয়ানমারকে উড়িয়ে দিলো বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নেয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আর .. গোল তুলে নেয়। সি গ্রুপে খেলা বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান।
বাংলাদেশের বড় জয়ের শুরুটা করেন শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ১০ম মিনিটে বাহরাইনের জালে বল পাঠান শামসুন্নাহার। এর ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচ শুরুর ছোটভাইকে স্মরণ করে মাঠে নেমেছিলেন ঋতুপর্ণা। ২০২২ সালের ২৯ জুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ঋতুর ছোট ভাই। গোল করেই আকাশের দিকে তাকিয়ে ভাইয়ের জন্য প্রার্থনা করেন ঋতু।
৩৯ মিনিটে কোহাতি কিসকুরে গোলে ৩-০ তে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে জোড়া গোল আদায় করে নেন তহুরা খাতুন। তার জোড়া গোলের সুবাদে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফঈদা খাতুনের দল।
দলের বড় জয়ের দিনেও শামসুন্নাহার জুনিয়রের একাধিক মিস দৃষ্টিকটু লেগেছে। ম্যাচের ৬০তম মিনিটে তার গোলেই ব্যবধানটা ৬-০ তে নিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় মুনকি আক্তারের গোলে ব্যবধান দাড়ায় ৭-০ তে।
র্যাঙ্কিংয়ের বিচারে বাহরাইনের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ১২৮ র্যাঙ্কিংয়ের বিপরীতে বাহরাইনের র্যাঙ্কিং ৯২। ৩৬ ধাপ এগিয়ে থাকলেও এদিন বাহরাইন কোন আক্রমণেই যেতে পারেনি।
এদিকে, দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছে স্বাগতিক মিয়ানমার। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি-গ্রুপে’ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগামী ২ জুলাই স্বাগতিকদের বিপক্ষেই শক্ত পরীক্ষায় নামবে।
এই ম্যাচের ওপরই নির্ভর করছে অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছর অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশের খেলার বিষয়টি।
