আগামী ৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো প্রস্তুতির লক্ষ্যে বাহরাইনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। জাতীয় দল কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। এই বাছাই পর্বে ১১ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি চার সেরা রানার্সআপ দল সুযোগ পাবে মূল পর্বে খেলার। অতীতে এমন আয়োজন না থাকলেও এবার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বাফুফে।
বাফুফে চীনের সঙ্গে যোগাযোগ করলেও সময়সূচি না মেলায় বাহরাইনকেই প্রীতি ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। ১৮ ও ২২ আগস্ট বাহরাইনের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দলকে টুর্নামেন্ট শুরুর অন্তত পাঁচ দিন আগে ভিয়েতনামে পাঠানোর পরিকল্পনা রয়েছে। “বাহরাইনে আমাদের ক্যাম্পটা চার-পাঁচ দিন বেশি হলে সেখান থেকে দল সরাসরি ভিয়েতনামে যেতে পারে,”—বলেন জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন।
তবে এখনো দলের কোচের নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু দায়িত্ব নিতে পারেন। তিনি ফিফার একটি প্রোগ্রাম শেষে দেশে ফিরলে ক্যাম্প শুরু হবে।
প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়েও চলছে আলোচনা। “আগামী দুই-তিন দিনের মধ্যে ক্যাম্প শুরুর সময় ও কোচের নাম জানানো হবে। তখনই মূলত খেলোয়াড় তালিকার বিষয়টি বলা যাবে,”—যোগ করেন ইকবাল হোসেন।
এদিকে ফিফা উইন্ডোতে সিনিয়র দল খেলবে নেপালের বিপক্ষে। জাতীয় দলের দায়িত্বে থাকা কোচ ক্যাবরেরা তত্ত্বাবধান করছেন অনূর্ধ্ব-২৩ দলও, যা কোচের স্বকীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।
