আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস। এমন দিনে ভিনসেন্ট থেকে আসলো ক্রিকেট দলের এক বিজয়ের সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ৭ রানে জয় পেয়েছে টাইগাররা। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে ১০ রানের দরকার ছিল। ক্রিজে তখন বিধ্বংসী ব্যাটার রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ডের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে ত্বরান্বিত করছিলেন। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে তিনি ক্যাচ দিতে বাধ্য হন। মূলত সেখানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা। আর বাংলাদেশে জয়ও নিশ্চিত হয়ে যায়।
ভিনসেন্টে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটি করে বাংলাদেশ। শুরুটা ছিল যাচ্ছেতাই। ৩০ রানে হারিয়েছিল তিন উইকেট। তবে অন্য প্রান্তে সৌম্য সরকারের ব্যাটিং বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছিল। পরবর্তীতে জাকের আলীর ২৭, মেহেদি হাসানের ২৬ ও শামীম হোসেনের ২৭ রান বাংলাদেশকে নির্ভরযোগ্য সংগ্রহ এনে দেয়। মাত্র ১৩ বলে ২৭ রান করেন শামীম।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ধাক্কা খায়। মেহেদি হাসানের অসাধারণ বোলিং ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ের শক্তি অনেকটা থমকে দেয়। একের পর এক উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ফলে এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৬১ রান। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন। শেষ পর্যন্ত শেষ ব্যাটার আলঝারিকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ।