নাটকীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করেছে লিডস ইউনাইটেড। নিজেদের মাঠের খেলায় যখন পয়েন্ট ভাগাভাগি প্রায় নিশ্চিত তখনই তারা জয়সূচক গোলটি পায়। পেনাল্টিতে গোলটি করেন লুকাস। তবে পেনাল্টি নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে।
বদলি খেলোয়াড় হিসেবে নেমে ৮৪ মিনিটে লুকাস গোলটি করেন। এভারটনের অধিনায়ক জেমস তারকোস্কির হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়েছিল লিডস ইউনাইটেড। লিডসের ডেবু্যট্যান্ট অ্যান্টন স্টাখের শট তারকোস্কির হাতে লাগে। তবে এ নিয়ে ব্যাপক বিতর্ক হয় এবং শেষ পর্যন্ত ভিএআরের মাধ্যমে রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পেনাল্টি থেকে তারা গোল পায়।
দুই বছর অনুপস্থিত থাকার পর প্রিমিয়ার লিগে তাদের শুরুটা হলো জয়ে। অবশ্য স্বাভাবিক জয়টা তাদের প্রাপ্য ছিল। বেশ কয়েকটা সুযোগ তারা তৈরি করেছিল। প্রথম ১৪ মিনিট তো তারা আক্রমণের ঝড় তুলেছিল। এ সময়ে পাঁচটি কর্নার আদায় করে নিয়েছিল তারা।
প্রথমার্ধে লিডস ইউনাইটেড ১২টি শট নেয়। বিপরীতে এভারটনের শটের সংখ্যা ছিল মাত্র এক। বিরতির বাঁশি বাজতেই যেন এভারটনের কোচ ডেভিড ময়েস স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন।
গত মৌসুমে লিগের শেষ ১৮ ম্যাচে মাত্র তিনটিতে হেরেছিল এভারটন। অথচ এ ম্যাচে তারা লিডস শিবিরে তেমন কোনো আতঙ্ক তৈরি করতে পারেনি।
