বিতর্কিত ম্যাচে গোল বাতিল, আর্জেন্টিনাকে হারাল মরক্কো

প্যারিস অলিম্পিক ২০২৪

চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হলো প্যারিস অলিম্পিক। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের আনুষ্ঠানিক পর্দা ওঠার একদিন আগে শুরু হওয়া ফুটবল ম্যাচে নজিরবিহীনকাণ্ড দেখলো পুরো বিশ্ব। আর্জেন্টিনা ও মরক্কোর উদ্বোধনী ম্যাচের শেষ দিকে দর্কদের গোলযোগের কারণে খেলা প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে। খেলা বন্ধ হওয়ার আগে পাওয়া আর্জেন্টিনার সমতাসূচক গোলটি বাতিল করা হয়। পরে আরও তিন মিনিট খেলা হলেও আর গোল পায়নি আলবিসেলেস্তেরা। ম্যাচে ২-১ গোলে জয় পায় মরক্কো।

মেদিনা জালে বল পাঠানোর পরপরই উৎসবে মেতে ওঠা আর্জেন্টিনা। ঠিক তখনই বোতল ছুড়ে মারেন দর্শকদের একটা অংশ। মরক্কোর জার্সি পরা বেশ কিছু দর্শক ঢুকে পড়েন মাঠে।

তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেন রেফারি। পরে সাঁত এতিয়েনের দর্শকদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়। তখন পর্যন্ত বোঝা যাচ্ছিল না, ম্যাচ শেষ কী না। পরে মাঠ থেকে দর্শক বেরিয়ে যাওয়ার পর আরও তিন মিনিট খেলা হবে। আর এই পর্যায়ে ম্যাচ শুরুর আগেই ঘোষণা দেওয়া হয় অফসাইডের জন্য আর্জেন্টিনার দ্বিতীয় গোল হয়নি।

বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি তারা, মরক্কোও পারেনি ব্যবধান বাড়াতে। এর আগে মাঠে নিজেদের মেলে ধরতে পারেনি হাভিয়ের মাশ্চেরানোর দল। প্রথমার্ধের যোগ করা সময়ে সুফিয়ান রাহিমির গোলে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মরক্কোর এই ফরোয়ার্ড।

ম্যাচের ৬৮তম মিনিটে গিলিয়ানো সিমেওনের ব্যবধান কমানো গোলে ঘুরে দাঁড়ানোর পথ পায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা আর পায়নি তারা। তাদের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয় ক্রসবারে লেগে। এদিন মাঠে নামে ১০ দিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেনও। ‘সি’ গ্রুপের ম্যাচে তারা ২-১ গোলে হারায় উজবেকিস্তানকে।

Exit mobile version