বিতর্ক পিছু ছাড়ছে না লুইস সুয়ারেজের!

লিগস কাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ৩-০ গোলে হারার পর নতুন করে বিতর্কে জড়ালেন ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সহকারী কোচের দিকে থুথু ফেলতে দেখা গেছে তাঁকে।

শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্ষুব্ধ সুয়ারেজ তখন সিয়াটেলের মিডফিল্ডার ওবেদ ভারগাসকে হেডলকে ফেলে দেন। সেই ঘটনার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, এরপর সুয়ারেজ থুথু ছুড়ে দেন সিয়াটেল সাউন্ডার্সের এক সহকারী কোচের মুখে। যদিও ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, তবুও উত্তেজনা থামানো যায়নি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইন্টার মিয়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, তাই সরাসরি কিছু বলতে পারছি না। তবে যেকোনো অবস্থাতেই এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। যদি প্রতিক্রিয়া হয়ে থাকে, সেটা হয়তো প্ররোচনার ফল।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সুয়ারেজ। অনেকে তাঁর শাস্তির দাবি তুলেছেন। একজন মন্তব্য করেন, “আজকের ঘটনাটি ভীষণ লজ্জাজনক। প্রতিপক্ষ স্টাফকে লক্ষ্য করে থুথু ফেলা তাঁকে আবারও বিতর্কিত করে তুলল।” আরেকজন লিখেছেন, “যদি ফিফা ও কনকাকাফ ন্যায়বিচার করে, তবে এটাই হওয়া উচিত সুয়ারেজের ক্যারিয়ারের শেষ ম্যাচ।”

Exit mobile version