বিদায়ী ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের বেলায় আবেগঘন বার্তা দিলেন আনহেল ডি মারিয়া। দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি। ফাইনালে নামার আগে ডি মারিয়া আবেগঘন একটি বার্তা দেন তিনি।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে কোপার শিরোপা নির্ধারণী ম্যাচটি। মহাদেশীয় এই প্রতিযোগিতা দিয়ে যে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানবেন ডি মারিয়া।

কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর এই অ্যাটাকিং মিডফিল্ডার সেটি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। বিদায়ী ম্যাচের আগে তার হাতে বিশেষ জার্সি তুলে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাতে পর্তুগিজ ভাষায় লেখা–‘গ্র্যাসিয়াস ফিদেও’।

এর মধ্য দিয়ে আর্জেন্টাইনদের কাছে ফিদেও নামে পরিচিত তারকাকে তার নিবেদনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে ১৬ বছর খেলেছেন তিনি। যাদের হয়ে তিনটি ফাইনালে তার গোল করারও রেকর্ড আছে।

সেই ফাইনালের মঞ্চ দিয়েই তিনি বিদায় নিতে যাচ্ছেন। ফাইনালের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে একটি ছবি স্টোরি দিয়েছেন ডি মারিয়া। আবেগঘন হয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি যা চেয়েছি জীবন তার চেয়েও আমাকে অনেক বেশি দিয়েছে।’ একই ছবি মেসিও নিজের স্টোরিতে দিয়েছেন।

স্বদেশি সংবাদমাধ্যম ডি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কে জানে, সে হয়তো ফাইনালে আরেকটি গোল করবে, যেমনটা সে আগে খেলা ফাইনাল ম্যাচগুলোতে করেছে। এটি অসাধারণ হবে।’

Exit mobile version