বিশ্বকাপ বাছাই পর্বে বড্ড নাজুক অবস্থায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। হার দিয়ে শুরু হয়েছিল তাদের বিশ্বকাপ বাছাই পর্ব। দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে তারা। সোমবার নিজেদের মাঠের খেলায় তারা মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে। গিয়াকোমো রাসপাদোরি ও আন্দ্রে ক্যাম্বিয়াসো গোল দুটি করেন।
জয় পেলেও কোচ লুসিয়ানো স্প্যালেত্তির ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে। প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে হারের পর স্প্যালেত্তি সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সোমবার তিনি দায়িত্ব ছিলেন।
দুই ম্যাচ থেকে ইতালির একটা প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে তারা ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে এই গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে তারা চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। ১২ পয়েন্ট তাদের। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইসরায়েল। শূন্য ভান্ডার নিয়ে পাঁচ দলের এই গ্রুপে মলদোভা সবার নিচে। গ্রুপের অপর দল এস্তোনিয়ার পয়েন্ট ইতালির সমান তিন। তবে গোল পার্থক্যে তারা ইতালির নিয়ে রয়েছে।
একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে নরওয়ে ১-০ গোলে এস্তোনিয়াকে হারায়। ম্যাচের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড।
