ঘুরে দাঁড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ। বিশ্ব ক্লাব কাপে প্রথম ম্যাচে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরেছে স্প্যানিশ ক্লাবটি। বৃহষ্পতিবার অনুষ্ঠিত ম্যাচে সিয়েটলকে হারিয়ে প্রথম জয় পেয়েছে তারা। ৩-১ গোলের জয় নিয়ে এখন দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা ধরে রেখেছে।
টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা ধরে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল আতলেতিকো মাদ্রিদের সামনে। ম্যাচ শুরুর একাদশ মিনিটে পাবলো বারিয়স গোল করে আতলেতিকোকে এগিয়ে নেন।
বিরতি পর্যন্ত এ গোল ধরে রাখে আতলেতিকো মাদ্রিদ। বিরতির পরপরই আবার গোল হজম করে সিয়েটল। ৪৭ মিনিটে অ্যাক্সেল উইটসেল গোল করে আতলেতিকো মাদ্রিদকে দুই গোলের ব্যবধানে এগিয়ে নেয়। ৫০ মিনিটে আলবার্ট রুসনাক গোল করে ব্যবধান কমান। তবে তাদের এ স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট ব্যবধানে বারিয়স আরো এক গোল করে দলের জয় নিশ্চিত করেন।
বিরতির আগেই আতলেতিকো মাদ্রিদ ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। একটা পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। কিন্তু শেষ পর্যন্ত ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।