বিপিএলে স্বার্থের সংঘাত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই আলোচনায় ছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ইস্যু। বিসিবির বেশ কয়েকজন পরিচালক অতীতে একদিকে বোর্ডের দায়িত্বে থাকলেও, অন্যদিকে টুর্নামেন্টের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। এবার আর সেই সুযোগ থাকছে না—কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন দ্বাদশ বিপিএলে বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আবেদন করেছে আকাশবাড়ি হলিডে, রাজশাহীর জন্য নাবিল গ্রুপ এবং নোয়াখালির জন্য বাংলা মার্ক। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত আছেন বিসিবির তিন পরিচালক। তবে বোর্ড জানিয়েছে, কেউ যদি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তাকে বিপিএলের গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট সভাগুলোতেও আর তাদের ডাকা হবে না।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন,
“এবার পরিচালকদের কাছ থেকে ইনডেমনিটি নেওয়া হবে। সবাইকে সেলফ-ডিক্লারেশন দিতে হবে—কে কোন দলের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। যদি দেখা যায় কেউ কোনোভাবে যুক্ত আছেন, তাকে গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে।”
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও আশাবাদী যে এবার আর কোনো স্বার্থের সংঘাত থাকবে না। তিনি বলেন,
“আইপিএলেও দেখা গেছে সভাপতির মালিকানায় দল ছিল। আমরা এবার শুরু থেকেই স্বচ্ছতা চাই। গভর্নিং বডির কেউ কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমন কেউ থাকলে সংশ্লিষ্ট সভায়ও তাকে আমন্ত্রণ জানানো হবে না।”
বিসিবির কঠোর এই নীতির মাধ্যমে বোর্ড স্পষ্ট করেছে—
বিপিএলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় এবার কোনো ছাড় দেবে না তারা।
