বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লিগ

ব্রুনো ফার্নান্দেস

ঘরোয়া লিগে যাচ্ছতাই অবস্থা হলেও ইউরোপা লিগে উড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার রাতে স্বাগতিক অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছেছে দলটি। বিলবাওতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।

ফাইনালে ওঠার মাঝ দিয়ে ম্যানচেষ্টার ইউনাইটেড প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লিগের শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। অভিজ্ঞ কাসেমিরো ৩০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ঘরোয়া লিগে বাজে অবস্থায় থাকা ম্যানইউ দ্বিতীয় গোল পেতে মোটেও দেরি করেনি। ৩৭ মিনিটে ব্রুরো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। এর আগে অবশ্য বিলবাওয়ের সর্বনাশ ঘটে যায়। ম্যানইউয়ের রাসমাসকে অবৈধভাবে বাধা দেওয়ায় লাল কার্ড দেখেন ডানি ভিভিয়ান।

ব্রুনো ফার্নান্দেসের এই গোল ম্যানইউ সমর্থকদের আশাবাদী করে তোলে। বিরতির বাঁশি বাজার আগে আবার ফার্নান্দেস গোলের দেখা পান।

আগামী ২১ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ফাইনাল ম্যাচকে আরো উপভোগ্য করে তুলতে পারতো বিলবাও। কিন্তু বিরতির পর তারা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। গোলও পায়নি, ফলে জয়ের দেখাও পায়নি। তারই ধারাবাহিকতায় নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিলবাওকে দর্শক হয়ে থাকতে হবে।

এবারের জয়ের মাঝ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে এখনো পর্যন্ত অপরাজিত। পুরো টুর্নামেন্টে তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।

Exit mobile version