২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আরো কাছে পৌঁছে গেল জাপান। আজ শুক্রবার ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে তারা বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরো বাড়িয়ে তুলেছে।
ছয় দলের গ্রুপে জাপানের এখনো আরো পাঁচ ম্যাচ বাকি। গ্রুপের অন্য দলগুলোর দুর্বল পারফরম্যান্সের কারণে জাপান আগেভাগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের কাছাকাছি পৌঁছে গেছে। ইন্দোনেশিয়ার মাটিতে ইন্দোনেশিয়াকে হারানোর মাঝ দিয়ে জাপান পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পেয়েছে। গ্রুপের দ্বিতীয় স্থানের জন্য লড়ছে অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন ও বাহরাইন। প্রথম তিনটি দলেরই পয়েন্ট ৬ করে। বাহরাইনের পয়েন্ট ৫। ফলে জাপানের বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিতই বলা যায়।
নিজেদের মাটিতে খেলায় শুরুতে ইন্দোনেশিয়া বেশ জোরালো প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু আত্মঘাতি গোল তাদের পিছিয়ে দেয়। ৩৫ মিনিটে জাস্টিন হাবনের নিজেদের জালে বল জড়িয়ে দেন। এই গোলে এগিয়ে যাওয়ার মাঝ দিয়ে জাপান একের পর এক গোল করেছে। পরবর্তী ৩৪ মিনিটে তারা তিন গোল করে। এর মধ্যে প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্দে দুই গোল করে।
এশিয়া অঞ্চেলের বাছাইয়ের তৃতীয় পর্বে তিনটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান পাবে। তৃতীয় ও চতুর্থ দলেরও সুযোগ থাকবে । সে ক্ষেত্রে তাদের প্লে অফের বাধা পার হতে হবে।