এশিয়া অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে আটটি দল চূড়ান্ত পর্বে অংশ নেবে। সুযোগ কাজে লাগাতে পারলে সংখ্যাটা ৯ হতে পারে। এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ছয়টি দেশ। তাদের মধ্যে একটি উজবেকিস্তান। দেশটি এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। আর তাতেই দেশ জুড়ে চলছে উৎসব আর উৎসব। বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র’র মাধ্যমে তারা বিশ্বকাপে খেলা নিশ্চিত করে।
বিশ্বকাপের টিকিট পাওয়ায় অন্যদের মতো দেশটির প্রেসিডেন্টও আনন্দে শামিল হয়েছেন। শুধু তাই নয়, ফুটবল দলের সবাইকে গাড়ি উপহার দিয়েছেন তিনি।
আমিরাতের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ খেলা নিশ্চিত হলেও এক রাউন্ড বাকি ছিল উজবেকিস্তানের। শেষ ম্যাচে তারা নিজেদের মাঠে কাতারের বিপক্ষে খেলে। আর সেখানেই মাঠে একে একে আনা হয় ৪০টি গাড়ি। এসব গাড়ির চাবি খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















