চমৎকার ফর্মে আছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে নিয়মিত গোলও পাচ্ছেন। তার দেশ পর্তুগাল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি জায়গা করে নিয়েছে। কোচেরও পছন্দের খেলোয়াড় তিনি। তারপরও বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। লাল কার্ডে কাটা পড়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সে শঙ্কা থেকে এখন মুক্ত এই পর্তুগীজ তারকা। বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামার পথে তার সামনে আর কোনো বাধা নেই।
বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন রোনালদো। এ অপরাধে ফিফার শাস্তিমূলক কমিটি মঙ্গলবার রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তবে রোনালদোর সৌভাগ্য যে, দুই ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে বিশ্বকাপের শুরু থেকেই রোনালদোর মাঠে নামার পথে কোনো সমস্যা থাকলো না।
রোনালদো এরই মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা পার করেছেন। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি রোনালদো। সে ম্যাচে পর্তুগাল ৯-১ গোলে জয় পেয়েছিল। এ জয়ের মাঝ দিয়ে পর্তুগাল বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে।
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে রোনালদো কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় লাল কার্ড পেয়েছিলেন। নিয়ম অনুসারে রোনালদোর তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা। সে অনুযায়ী তার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞাও জারি হয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবলে ২২৬তম ম্যাচে এসে প্রথমবার লাল কার্ড পাওয়ায় ফিফা তাদের সিদ্ধান্তে কিছুটা নমনীয়তা দেখিয়েছে। আগামী এক বছরের মধ্যে এমন অপরাধ আর না করলেও রোনালদোকে ওই দুই ম্যাচের শাস্তি ভোগ করতে হবে না।
বিশ্বকাপের আগে পর্তুগালের আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নেই। ফলে ইনজুরি বা অসুস্থতা না থাকলে বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই মাঠে দেখা যাবে রোনালদোকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















