মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১২ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে প্রাক বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ফিরতি ম্যাচটি ১৭ অক্টোবর ঘরের মাঠে খেলবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনায়।
বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় দুপুর একটায় টিম হোটেলে পৌঁছান ফুটবলাররা।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের এই দুই ম্যাচ মূলত প্রাক বিশ্বকাপ বাছাই। এই দুই ম্যাচের জয়-পরাজয়ের ওপরই নির্ভর করছে আগামী বছর দুয়েক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের থাকা না থাকার বিষয়টি। কেননা মালদ্বীপকে হারাতে পারলেই কেবল গ্রুপ পর্বের লড়াইয়ে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা।
১২ তারিখ অ্যাওয়ে ম্যাচ খেলার পর দেশে ফিরে ১৭ অক্টোবর অনুষ্ঠেয় হোম ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে ফুটবলারদের। এই দুই ম্যাচের ওপরই নির্ভর করছে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের খেলার বিষয়টি।
