বিশ্বকাপ বাছাই ফুটবলে এশিয়া অঞ্চলের তিন নম্বর গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া-সৌদি আরব ম্যাচ ড্র হয়েছে। বৃহষ্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেকট্যানগুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
ড্র’র ফলে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে সৌদি আরবের উপরেই থাকলো। পাঁচ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৬। গোল পার্থক্যে অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে জাপান। চার ম্যাচে তাদের পয়েন্ট ১০। আজ তারা ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে।
দুর্ভাগ্য সৌদি আরবের। খেলার শেষ সময়ে তার গোলের দেখা পেয়েছিল। খেলোয়াড়রা উৎসবও শুরু করেছিল। কিন্তু ভিএআর দেখে রেফারি অফসাইডের কারণে তা বাতিল করেন। সুলতান আল ঘানাম গোলটি করেছিলেন। দীর্ঘ সময় ভিএআর চেক করার পর রেফারি গোল বাতিল করেন।
সৌদি আরব আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে। এ ম্যাচটিও তাদের অ্যাওয়ে ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলবে বাহরাইনের বিপক্ষে। এ ম্যাচটি বাহরাইনে অনুষ্ঠিত হবে।
এশিয়া অঞ্চলের ‘সি’ গ্রুপে জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, বাহরাইন, ইন্দোনেশিয়া ও চীন প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। তৃতীয় ও চতুর্থ দল বাছাই পর্বের চতুর্থ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।