বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আজ নিজ নিজ খেলায় মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। অন্যদিকে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার। আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের জন্য এটা অ্যাওয়ে ম্যাচ।
ব্রাজিলে আগে মাঠে নামবে। এ ম্যাচটি রাত তিনটায় শুরু হবে। আর্জেন্টিনা মাঠে নামতে নামতে ভোর হয়ে যাবে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে আর্জেন্টিনা। ১০ ম্যাচ শেষে তারা ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আজ জয় পেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা তাদের অনেকটা নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে প্যারাগুয়ে কিছুটা অস্বস্তিতে। ১০ ম্যাচ থেকে মাত্র ১৩ পয়েন্ট তাদের। দশ দলের এ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে তারা।
অন্যদিকে সর্বাধিক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের বাছাই পর্বে কিছুটা কঠিন পরিস্থিতির মোকাবেলা করে চলেছে। ১০ ম্যাচ মাত্র পাঁচ জয় তাদের। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। বাছাইয়ে ১০ ম্যাচের চারটিতে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। এ ম্যাচে অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। এ পর্যন্ত মাত্র দুই ম্যাচে জয় তাদের।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম স্থানে থাকা দলটিও পেতে পারে বিশ্বকাপের টিকিট। সে জন্য তাদেরকে প্লে অফের লড়াইয়ে জয় পেতে হবে।