উত্তর কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের তিন নম্বর গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ইরান। বৃহষ্পতিবার লাওসে অনুষ্ঠিত ম্যাচে ইরান ৩-২ গোলে জয় পেয়েছে।
ম্যাচটি মূলত উত্তর কোরিয়ার হোম ম্যাচ। কিন্তু নিরপেক্ষ ভেনু্্য হিসেবে লাওসে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের এক নম্বর গ্রুপের খেলায় ইরান অনেক এগিয়ে থাকলেও শেষ দিকে উত্তর কোরিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। মূলত লাল কার্ডের কারণে ইরানের একজন খেলোয়াড় কম হওয়ায় উত্তর কোরিয়া তাদের ওপর চেপে বসে। এ সুযোগ তারা দুই গোল পরিশোধ করে।
৫১ মিনিটে শোজা খালিজাদেহ লাল কার্ড পাওয়ার পর উত্তর কোরিয়া দুই গোল পায়। এর মধ্যে একটি ছিল আত্মঘাতি। এর আগে প্রথমার্ধে ইরান তিন গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল। মোহাম্মদ মোহেবি জোড়া গোল করেন। অন্য গোলটি করেন মেহদি ঘায়েদি।
এ জয়ের ফলে ইরান ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে। সমান ম্যাচে উজবেকিস্তানেরও পয়েন্ট ১০। তবে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে। উত্তর কোরিয়া ৪ ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে সবার নিচে রয়েছে।