বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো এ বছরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে আজ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের মাঠে পেরুর বিপক্ষে মাঠে নামবে। সর্বাধিকবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আতিথেয়তা দেবে উরুগুয়েকে। কলম্বিয়া খেলবে ইকুয়েডরের বিপক্ষে। এছাড়া বলিভিয়া প্যারাগুয়েকে এবং চিলি ভেনেজুয়েলাকে মোকাবেলা করবে।
বাংলাদেশ সময় অনুসারে বুধবার ভোরে আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে নামবে। এ ম্যাচে নামার আগে বড্ড অস্বস্তিতে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী ব্রাজিল। ১১ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে দলটি চতুর্থ স্থানে রয়েছে। তাদের স্থানটির দিকে পাখির চোখে তাকিয়ে রয়েছে প্যারাগুয়ে। গত ম্যাচে আর্জেন্টিনাকে হারানো প্যারাগুয়ে যদি বলিভিয়াকে হারাতে পারে তাহলে তারা চতুর্থ স্থানের বড় দাবিদার হয়ে উঠবে।
এ ম্যাচে উরুগুয়ে প্রতিপক্ষ হওয়ায় ব্রাজিলের উদ্বেগের শেষ নেই। ১১ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ ম্যাচ জয় পেলে উরুগুয়ে যেমন চূড়ান্ত পর্বের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে তেমনি ব্রাজিলের অবস্থা বেশ নাজুক হয়ে পড়বে। বাছাই পর্ব থেকে ছিটকে যাবে তা নয়, তাদেরকে সপ্তম স্থানে চলে আসতে হতে পারে। এ অবস্থা থেকে তাদের কিছুটা রক্ষা করতে পারে কলম্বিয়া। ইকুয়েডরের বিপক্ষে খেলবে কলম্বিয়া। এ ম্যাচে কলম্বিয়া জয় পেলে তা ব্রাজিলের জন্য কিছুটা স্বস্তির হবে।
ব্রাজিল যখন ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তখন প্যারাগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এ ম্যাচে প্যারাগুয়ে জয় পেলে ব্রাজিলকে চতুর্থ স্থান থেকে সরে দাঁড়াতে হবে। আবার ইকুয়েডরও ব্রাজিলকে চোখ রাঙানি দিয়ে চলেছে। তাদেরও পয়েন্ট ১৬।
১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার জন্য এবারের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। শীর্ষে থাকলেও বাছাই পর্বে দলটি বর্তমানে নাজুক সময় পার করছে। গত চার ম্যাচে মাত্র একটিতে জয়। দুই ম্যাচে হার, একটিতে ড্র। হাসিমুখে বছর শেষ করার পাশাপাশি জয়ের ধারায় ফিরতে এ ম্যাচে মেসিদের সামনে জয়ের বিকল্প নেই। তাছাড়া ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের শীর্ষস্থান দখলের হুমকি তো রয়েছেই।