এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বিপদে সৌদি আরব। মঙ্গলবার রাতে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হেরে গেছে তারা। এ হারের ফলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি সুযোগ পাওয়া সৌদি আরবের জন্য কঠিন হয়ে পড়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের তৃতীয় রাউন্ডের খেলায় সৌদি আরব ’সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। ছয় দলের এ গ্রুপে সৌদি আরব বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। ছয় ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। ছয় দলের গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ও চতুর্থ দল চতুর্থ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ইন্দোনেশিয়ার কাছে এই হার সৌদি আরবের জন্য বড় বিপদ হয়ে দেখা দিতে পারে। কেননা গ্রুপ পর্বের খেলা যতই শেষ দিকে যাচ্ছে ততই পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। ছয় খেলায় ১৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে জাপানের চূড়ান্ত পর্বে খেলা প্রায় নিশ্চিত। ৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। আর ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরাইন ও চীন- চারটি দলের সংগ্রহ ছয় পয়েন্ট করে। গোল পার্থক্য চারটি দলের অবস্থান নির্ধারণ করছে।
সৌদি আরবকে এ ম্যাচে হারিয়ে ইন্দোনেশিয়া গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে। তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। গুরুত্বপূর্ণ জয়ে ইন্দোনেশিয়ার হয়ে গোল দুটি করেন মার্সেলিনো ফার্দিনান। স্বাগতিক দর্শকদের তিনি প্রথমবারের মতো উৎসব করার সুযোগ করে দেন ৩২ মিনিটে। ৫৭ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত এ গ্রুপের অন্য ম্যাচে জাপান ৩-১ গোলে হারায় চীনকে। বাহরাইন ও অস্ট্রেলিয়ার ম্যাচে নাটকীয়ভাবে পয়েন্ট ভাগ বসায় অস্ট্রেলিয়া। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে অস্ট্রেলিয়া ম্যাচে ২-২ গোলে ড্র করে।