ফিফার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।
২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব শেষের পথে। আসন্ন বিশ্বকাপে মোট ৪৮টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। এরই মধ্যে তিন স্বাগতিক দেশসহ ৪২টি দেশ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। বাকি ছয় দেশ প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে বিশ্বকাপের ড্র’র প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপ ২০২৬ এর ড্র অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ফিফার কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকবেন।
এরই মধ্যে ফিফা বিশ্ব ফুটবলের নতুন র্যাংকিং ঘোষণা করেছে। র্যাংকিংয়ের শীর্ষ দশে থাকলেও ২০২২ সালের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া এক নম্বর পটে জায়গা পায়নি। তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি এক নম্বর পটে জায়গা পেয়েছে শীর্ষে থাকা ৯ দল-স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। বিশ্বকাপ ২০২৬ এর ড্র ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।
আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে প্লে অফের খেলা। সেখান থেকে বাকি ছয় দল চূড়ান্ত পর্বে জায়গা পাবে। এই ছয় দলে জায়গা পেতে ইউরোপের ১৬টি দল এবং অন্য মহাদেশ থেকে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্লে অফের জন্য ইউরোপ থেকে লড়ছে ইতালি, ডেনমার্ক, তুরস্ক, ইউক্রেন, পোল্যান্ড, ওয়েলস, চেচিয়া, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড, আলবেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোনিভা, কসোভো, উত্তর আয়ারল্যান্ড, রুমানিয়া, সুইডেন ও নর্থ মেসিডোনিয়া।
অন্য মহাদেশ থেকে লড়বে ইরাক, কঙ্গো, বলিভিয়া, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।
