অপসারণ করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সভাপতি ফারুক আহমেদকে। রাতে বিসিবি’র পরিচালক পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি। এই এনএসসি’র কোটাতেই প্রথমে বিসিবি’র পরিচালক পরবর্তীতে পরিচালকদের ভোটে সভাপতি হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
আজ রাতেই এনএসসি ফারুক আহমেদ এর মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। যেখানে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক থেকে অব্যাহতি দেয়া হয়েছে ফারুক আহমেদকে। এনএসসি কোটায় পরিচালক না থাকলে অটোমেটিক বিসিবি সভাপতি পদ থেকে অব্যাহতি লাভ করলেন তিনি।
গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরির্তনের পর বিসিবিতে আসেন ফারুক আহমেদ। সরকার মনোনীত পরিচালক হয়ে বোর্ড সভাপতি হওয়ার মাত্র ৯ মাস পর সরে যেতে হলো সরকারী সিদ্ধান্তেই।
