স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার ‘এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফুটবল এর বাছাইপর্ব’ শুরু করছে বাংলাদেশ। ভিয়েতনামের ফু থু প্রদেশের ভিয়েত ট্রি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। সি গ্রুপে গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ইয়ামেন ও সিঙ্গাপুর।

বাছাইপর্বে ভালো ফলাফল পেতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে গত মাসে বাহরাইনে পাঠিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে। সেখানে অনুশীলনের পাশাপাশি স্থানীয় দলের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় সাইফুল বারী টিটুর দল। যদিও প্রস্তুতি ম্যাচে বাহরাইনের কাছে হারতে হয়েছে ১-০ এবং ৪-২ গোলে।
বাংলাদেশ এর আগে কখনও এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূলপর্বে না খেললেও এবার সে লক্ষ্য পূলণের উদ্দেশ্যে ভিয়েতনামে গেছে।

গ্রুপ-সি তে ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর যথাক্রমে ৬ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর ইয়ামেন এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে মোকাবেলা করবে।
১১টি গ্রুপে ভাগ হয়ে এশিয়ার ৪৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছে। পরবর্তীতে ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন দল, ১১ গ্রুপের সেরা চার রানার্সআপ এবং স্বাগতিক সৌদি আরব মোট ১৬ দল আগামী বছরের জানুয়ারীতে ফাইনাল রাউন্ডে খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















