বৃষ্টিতে ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শনিবার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্সে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচের দিন বৃষ্টি হওয়ায় খেলা নিয়ে শঙ্কা ছিল। মাঠ পরীক্ষার জন্য আম্পায়াররা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন আর এক পশলা বৃষ্টি হয়। আর তাতেই ম্যাচের সম্ভাবনা শেষ হয়ে যায়। ম্যাচে টসও হয়নি।
ম্যাচ বাতিল হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী হয়েছে।
আগামী মঙ্গলবার পার্লে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ।