বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ও আবহাওয়া যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচটি শুরু হয়েছিল দেরিতে, অতিরিক্ত বৃষ্টির কারণে। ম্যাচ শুরুর ১৬ মিনিট পরই আচমকা কালো মেঘে মাঠে নেমে আসে ঘোর আঁধার। ফলে আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দেন রেফারি।
এর আগে, খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ছিল প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন মোহামেডান। ম্যাচের ১ মিনিট ৪৭ সেকেন্ডেই সুলেমানে দিয়াবাতে ডান দিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর পঞ্চম মিনিটে এমানুয়েল সানডে দ্বিতীয় গোলটি করেন। রহমতগঞ্জ ম্যাচে ফিরে আসে দশম মিনিটে, স্যামুয়েল বোয়াটেংয়ের হেডে গোল করে ব্যবধান কমায়।
তবে ১৬তম মিনিটেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, রেফারি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেন। বুধবার দুপুর ১টায় ঠিক সেখান থেকেই পুনরায় শুরু হবে খেলা।
দিনের অন্য ম্যাচগুলোতে গোলের উৎসব ছিল চোখে পড়ার মতো। গাজীপুরে বসুন্ধরা কিংস ৭-২ ব্যবধানে হারায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। রাকিব হোসেন একাই করেন চার গোল, যার মধ্যে একটি হ্যাটট্রিক। ফয়সাল ফাহিম, গফুরভ ও রফিকুল ইসলাম একটি করে গোল করেন। মৌসুমের সবচেয়ে বড় জয় এটি।
অন্যদিকে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ৫-০ গোলে উড়িয়ে দেয় ঢাকা ওয়ান্ডারার্সকে।
