জাতীয় স্টেডিয়াম, ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। দুপুর আড়াইটায় মেয়েদের ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ। বিকাল চারটায় ছেলেদের ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহ বনাম রংপুর বিভাগ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে ক্রীড়া পরিদপ্তর।

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ বুধবার (১৮ জুন) উভয় বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট বিভাগকে টাইব্রেকারে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ের শেষ দিক পর্যন্ত ২ গোলের লিড ছিলো সিলেট বিভাগের। কিন্তু শেষ ৪ মিনিটে দুই গোল পরিশোধ করে ময়মনসিংহ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগের।
বালকদের দ্বিতীয় সেমিফাইনালেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় খুলনা ও রংপুর বিভাগের মধ্যে। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ।

বালিকা বিভাগে প্রথম সেমিফাইনালে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ম্যাচ নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিলো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগ বালিকা দল। দিনের শেষ সেমিফাইনালে সিলেট বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিভাগের মেয়েরা।
আগামীকাল বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ।
ছেলেদের ফাইনালে বিকাল ৪ টায় ময়মনসিংহ বনাম রংপুর বিভাগ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা মাহমুদ সজীব ভুূইয়া।
খেলা দুটি সরাসরি দেখা যাবে বিটিভি এবং টি-স্পোর্টস নেটওয়ার্কে।