রিয়াল বেতিসকে উড়িয়ে কনফারেন্স লিগ জয় করেছে চেলসি। বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা পিছিয়ে পড়ার পর ৪-১ গোলে জয় পেয়েছে। শেষ ২৫ মিনিটে চার গোল পায় তারা। এঞ্জো ফার্নান্দেজ, নিকোলাস জ্যাকসন, জ্যাডন সানচো ও ময়সেস কাইসেডো গোল চারটি করেন।
স্কোরশিটে নাম না থাকলে ম্যাচের নায়ক ছিলেন কোল পালমার। ম্যাচ সেরা তিনি। চেলসির প্রথম দুই গোলের রূপকার ছিলেন এই তরুণ। ৬৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে চেলসি যখন হারের শঙ্কায় ঠিক তখন পালমার জলে ওঠেন। পাঁচ মিনিটের ব্যবধানে দারুণ দুটো গোলের রূপকার হন তিনি। তা থেকে এঞ্জো ফার্নান্দেজ ও নিকোলাস জ্যাকসন গোল করে চেলসি সমর্থকদের মুখে হাসি ফোটান।
এই জয়ের মাঝ দিয়ে চেলসি একটা কীর্তি গড়েছে। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে উয়েফা ক্লাব প্রতিযোগিতার চার ধরণের ট্রফিই জয়ের কীর্তি গড়েছে। ইংল্যান্ডের অন্য কোনো ক্লাব এর আগে এই কীর্তি গড়তে পারেনি।
তৃতীয় বিভাগের দলের প্রতিযোগিতা কনফারেন্স লিগ ২০২১ সালে শুরু। এবারই তারা প্রথমবার এ শিরোপা জয় করেছে। ২০১২ ও ২০২১ সালে জয় করেছে চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৩ ও ২০১৯ সালে তারা ইউরোপা জয় করেছে। এছাড়া কাপ উইনার্স কাপ জয়ে করেছে ১৯৭১ ও ১৯৯৮ সালে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















