উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্র, ফিরতি ম্যাচের ২৫তম মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে পিছিয়ে পড়া। এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ার শংকা তৈরি হয়েছিলো আল ইত্তিহাদের। কিন্তু ভাগ্য সহায় ছিলো সৌদি আরবের ক্লাবটির। ২-১ গোলের জয় নিয়ে তারা পৌঁছে গেলো কোয়ার্টার ফাইনালে।
ইনজুরির কারণে প্রথমার্ধেই যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মরোক্কান ফুটবলার আব্দেল রাজ্জাক হামেদেল্লাহ ইত্তিহাদকে সমতায় ফেরান। ১-১ সমতায় প্রথমার্ধ শেষের পথে। আবারও সেই আত্নঘাতি গোল। ৮৭তম মিনিটে নাভবাহরের জর্জিয়ার স্ট্রাইকার টোমা টামাতাদজে হেডে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। গোলেশোধে মরীয়া হয়ে খেলতে থাকা সফরকারী নাভবাহরের সার্বিয়ান মিডফিল্ডার জোভান ডোকিচকে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের ৮ম মিনিটে লাল কার্ড থেকে মাঠ ছেড়ে যেতে হয়।
শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নাভবাহর। আর এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট নিশ্চিত হলো সৌদি জায়ান্ট আল-ইত্তিহাদের।
কোয়ার্টার ফাইনালে আল-ইত্তিহাদ মুখোমুখি হবে আল-হিলালের । আল-হিলাল ইরানের ফুটবল ক্লাব সেপাহানকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। দুই লেগে তারা জয় পেয়েছে ৬-২ গোলে।
আগামী ৪ ও ৬ মার্চ কোয়ার্টার ফাইনলের প্রথম লেগের খেলা হবে। ফিরতি লেগের খেলা হবে ১১ ও ১৩ মার্চ।