সাবেক দুই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা সৌদি প্রো লিগে একে অপরের প্রতিপক্ষ। শুক্রবার রাতে তারা একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিলেন। দুইজনেই গোলের দেখা পেয়েছেন। তবে জয়ের হাসি হেসেছেন বেনজেমা। তার দল আল ইত্তিহাদ ২-১ গোলে রোনালদোর আল নাসরকে হারিয়েছে। এটা তাদের টানা নবম জয়।
এ জয়ের ফলে সৌদি লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে আল ইত্তিহাদের। অন্যদিকে এই হার ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার দল আল নাসরের শিরোপা জয়ের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। ১৩ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ এখন শীর্ষে। আল নাসর সমান ম্য্যাচ থেকে পেয়েছে ২৫ পয়েন্ট। তাদের অবস্থান চার নম্বরে। নেইমারের আল হিলাল ১২ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
দুই তারকার লড়াইয়ের ম্যাচটি প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৫ মিনিটে বেনজেমা গোল করে দলকে এগিয়ে নেন। দশ ম্যাচে এটা তার দশম গোল। খুব বেশিক্ষণ এ গোলের আনন্দ স্থায়ী হয়নি ইত্তিহাদের। দুই মিনিট পর রোনালদো গোল করে খেলায় সমতা ফেরায় আল নাসরকে। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচের ইনজুরি সময়ে আল নাসরের সব হাসি কেড়ে নেন স্টিভেন। ৯১ মিনিটে গোল করে আল ইত্তিহাদের পুরো তিন পয়েন্ট নিশ্চিত করেন তিনি।