বেনফিকাকে উড়িয়ে শেষ আটে চেলসি

গোলের পর চেলসির খেলোয়াড়দের উল্লাস

নাটকীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ক্লাব বিশ্ব কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। শনিবার রাতে তারা পর্তুগীজ ক্লাব বেনফিকাকে অতিরিক্ত সময়ের খেলায় ৪-১ গোলে হারিয়ছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। চেলসি অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তিন গোল করে এই বিশাল জয় তুলে নেয়। কোয়ার্টার ফাইনালে তারা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে খেলবে।

ইনজুরি সময়ের অতিক্তি সময়ের খেলায় ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়েরান গোল করেন। এর আগে রিস জেমস গোল করেছিলেন। আনহেল দি মারিয়া বেনফিকার হয়ে সমতায় ফিরিয়েছিলেন।

চেলসির এ জয়ে বেনফিকার গিয়ানলুকা প্রেসটিয়ানির অবদান সর্বোচ্চ বলা যায়। অতিরিক্ত সময়ের শুরুতেই তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখে বের হয়ে যান। আর তখনই দুই দলের শক্তির পার্থক্য বেড়ে যায়। তখনই চেলসি একের পর এক গোল করে বেনফিকার বিদায় নিশ্চিত করে।

গোলশূন্য প্রথমার্ধের পর চেলসি ৬৪ মিনিটে ব্যবধান গড়ে নেয়। এ অবস্থায় খেলা শেষ হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। ইনজুরি সময়ের প্রায় শেষ মুহুর্তে পেনাল্টি পায় বেনফিকা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল দি মারিয়ে গোলের সহজ সুযোগটি নষ্ট করেননি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন তিনি। খেলা গড়ায় অতিরিক্তি সময়ে। সেখানে এক লাল কার্ড খেলার গতি ঘুরিয়ে দেয়।

Exit mobile version