লা লিগায় দারুণ ছন্দে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে শীর্ষে। এমন অবস্থায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। ম্যাচে নিশ্চিত ফেভারিট ছিল তারা। কিন্তু ম্যাচের শুরুতে ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠে ছাড়লে চাপে পড়ে যায় বার্সা। কিন্তু সেই চাপও শেষ পর্যন্ত রুখতে পারেনি বার্সাকে। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে তারা। এ জয়ের ফলে ফিরতি লেগে সুবিধাজনক অবস্থায় থেকে মাঠে নামবে।
বেনফিকার বিপক্ষে বার্সেলোনার একমাত্র গোলটি করেন রাফিনিয়া। বেনফিকার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়তে পারতো বার্সেলোনা। তবে ১২ মিনিটে বার্সার নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন বেনফিকার গোলরক্ষক আনাতোলি তুরবিন।
ম্যাচের ২২ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। বেনফিকার আক্রমণ ঠেকাতে গিয়ে ভাঞ্জেলিস পাভদিলিসকে বক্সের সামনে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। এই ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হবে কুবারসিকে। এ সময় থেকে বেনফিকার ১১ জনের বিরুদ্ধে হয়ে যায় ১০ জনের বার্সেলোনা। একজন কম নিয়েও অবশ্য বেনফিকার সঙ্গে লড়াই জমিয়ে রাখে।
বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে আধিপত্য। ৫০ ও ৫৮ মিনিটে আরও দুই সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু কাঙ্খিত গোলটি পায়নি তারা। ৬১ মিনিটে ১০ জনের বার্সাকে এগিয়ে দেন রাফানিয়া। দারুণ এক শটে গোল করেন এ ব্রাজিলিয়ান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















