বেলজিয়ামকে অপেক্ষায় রেখে ফ্রান্সের জয়

উয়েফা নেশন্স লিগ

উয়েফা নেশন্স লিগে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দারুণ জয় পেয়েছে ফ্রান্স। এ জয়ের ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে ৪৩ বছরের জয়ের স্বপ্ন অধরায় রয়ে গেলে বেলজিয়ামের।

সোমবার রাতে ব্রাসেলসে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে ফ্রান্স। এদিন ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি মিস করেন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলেমানস। তবে নিজেদের পেনাল্টিতে গোল মিস করেনি ফ্রান্স। ম্যাচের ৩৫তম মিনিটে পেনাল্টিতে রন্দাল কোলো মুয়ানি দলকে এগিয়ে নেন।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলজিয়ামকে সমতায় ফেরান লোইস ওপে। এরপর লড়াই জমে উঠে। তবে শেষ দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন কোলো মুয়ানি। ফলে এই হারের মধ্য দিয়ে কোয়ার্টার-ফাইনালে যাওয়ার আশা অনেক শেষ হয়ে গেল বেলজিয়ামের।

আসরে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। চার ম্যাচেই হেরে তলানিতে ইসরায়েল।

Exit mobile version