নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামকে গোল বন্যায় ভাসিয়েছে স্পেন। সোমবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-২ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা। বিরতির আগে জয়ী দল ২-১ গোলে ছিল। দ্বিতীয়ার্ধে স্পেন চার গোল করে। অ্যালেক্সিয়া পুতেলাস জোড়া গোল করেন।
বড় ব্যবধানে হারলেও বেলজিয়ামের শুরুটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে আধিপত্য ছিল স্পেনের। তারই ধারাবাহিকতায় ২২ মিনিটে অ্যালেক্সিয়া পুতেলাসের গোলে এগিয়ে যায় স্পেন। তবে খুব বেশি সময় তাদের এই গোল উৎসব স্থায়ী হয়নি। দুই মিনিট পরেই বেলজিয়ামা গোলটি ফেরত দেয়। খেলায় ফিরে আসে প্রতিদ্বন্দ্বিতা।
বিরতির আগে স্পেন আবার গোল করে এগিয়ে যায়। ইরিনা পারেদেস ৩৯ মিনিটে ব্যবধান ২-১ করেন। বিরতির পর বেলজিয়াম নতুন উদ্দামে খেলা শুরু করে। তার সুফলও তারা ঘরে তোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই গোল পেয়ে যায় বেলজিয়াম। এবারের গোলদাতা হানা আর্লিং। স্কোর ২-২ হওয়ায় খেলায় উত্তেজনা বেড়ে যায়।
বেশিক্ষণ অবশ্য এই উত্তেজনা স্থায়ী হতে দেয়নি স্পেন। এ অর্ধে বেলজিয়ামের গোলরক্ষককে জাল থেকে বল কুড়াতে ব্যতিব্যস্ত রাখে। ফলে গোল করার আর সুযোগ পায়নি তারা। একে একে চার গোল হজম করতে হয় বেলজিয়ামকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















