চারটি দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ ছিল দিয়েগো মোরেইরার সামনে। বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন বেলজিয়াম ও পর্তুগালের হয়ে। মা, বাবা ও জন্মসূত্রে তার সামনে ছিল জার্মানি ও গিনি-বিসাউয়ের সুযোগও। তবে শেষ পর্যন্ত জন্মভূমি বেলজিয়ামকেই বেছে নিলেন ২০ বছর বয়সী এই প্রতিভাবান লেফট উইঙ্গার।
বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে বেলজিয়াম জাতীয় দলের কোচ রুদি গার্সিয়া ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন, সেখানে জায়গা পেয়েছেন মোরেইরা। তার জন্য ফিফার ছাড়পত্র আসে সোমবার, আর পরদিনই দলে ডাকা হয় তাকে।
মোরেইরার ফুটবল রক্তে মিশে আছে। তার বাবা আলমামি মোরেইরা নিজেও ছিলেন গিনি-বিসাউয়ের জাতীয় দলের খেলোয়াড়, তবে জন্মসূত্রে পর্তুগালের নাগরিক। দিয়েগোর মা জার্মান বংশোদ্ভূত, যার বাবা হেলমুট গ্রাফ ছিলেন বেলজিয়ামে ক্লাব ফুটবলের পরিচিত মুখ।
২০২০ সালে পেশাদার ফুটবলে পা রাখেন দিয়েগো মোরেইরা। বেনফিকার ‘বি’ দলে দুর্দান্ত পারফরম্যান্স করে মূল দলে সুযোগ পান ২০২২ সালে। পরে ইংলিশ জায়ান্ট চেলসি তাকে দলে ভেড়ায়, যদিও কেবল একটি ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়ে। এরপর ধারে খেলেছেন ফরাসি ক্লাব লিওঁর হয়ে এবং বর্তমানে খেলছেন স্ত্রাসবুরে।
আগামী ৬ জুন নর্থ মেসিডোনিয়ার মাঠে এবং ৯ জুন ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ বাছাই অভিযান শুরু হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















